Join our Telegram Channel

সপ্তম শ্রেণী | কষে দেখি 6.1 | 6. বীজগাণিতিক প্রক্রিয়া | WBBSE Board Class 7 Math Solution

6. বীজগাণিতিক প্রক্রিয়া | কষে দেখি 6.1 | Exercise 6.1 | Ganit Prabha Class VII math solution | WBBSE Class 7 Math Solution in Bengali


 কষে দেখি 6.1 সমাধান 


1. বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি।
(a) x -এর সঙ্গে y যোগ।
উত্তরঃ x+y

(b) z থেকে x বিয়োগ।
উত্তরঃ z-x

(c) p -এর দ্বিগুনের সঙ্গে q যোগ।
উত্তরঃ 2p-q

(d) x2 -এর বর্গের সঙ্গে x গুন।
উত্তরঃ x2× x=x2+1=x3

(e) x ও y -এর যোগফলের 14 অংশ। 
উত্তরঃ (x+y)×14 = 14(x+y)

(f) a ও b -এর গুনফলের 4 গুনের সঙ্গে 7 যোগ করলাম।
উত্তরঃ (4× ab)+7 = 4ab+7
(g) x -এর দ্বিগুনের সঙ্গে y -এর অর্ধেক যোগ।
উত্তরঃ 2x+12y
(h) x ও y -এর সমষ্টি থেকে x ও y -এর গুনফল বিয়োগ।
উত্তরঃ (x+y)  xy

2. নীচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি।
(a)

উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা

1

2

3

4

5

6

7

দেশলাই কাঠির সংখ্যা

7

12

 

 

 

 

 

 


এবার চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করি।


উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা

1

2

3

4

5

6

7

দেশলাই কাঠির সংখ্যা

7

12

17

22

27

32

37

1 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 7 = 5×1 + 2
2 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 12 = 5×2 + 2
3 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 17 = 5×3 + 2
.........
x নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা =5×x + 2=5x+2


(b)

ট্রাপিজিয়ামের সংখ্যা

1

2

3

4

5

6

7

দেশলাই কাঠির সংখ্যা

5

9

 

 

 

 

 

 

এবার চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করি।

ট্রাপিজিয়ামের সংখ্যা

1

2

3

4

5

6

7

দেশলাই কাঠির সংখ্যা

5

9

13

17

21

25

29






1 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা =5=4×1+1
2 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা =9=4×2+1
3 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা =13=4×3+1
…………
x নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা =4×x+1=4x+1

3. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাই ও তাঁরা কতপদী সংখ্যা তা লিখি। 
(a) 5x
সমাধানঃ
5x হল একপদী সংখ্যা।
(b) 7+2x+x2
সমাধানঃ
7+2x+x2\ হল ত্রিপদী সংখ্যামালা। 

(c) x2+x+1
সমাধানঃ
x2+x+1\ হল একটি ত্রিপদী সংখ্যামালা। 

(d) 2x2y+7
সমাধানঃ
2x2y+7 হল দ্বিপদী সংখ্যামালা। 

(e) 2y3+y
সমাধানঃ
2y3+y হল দ্বিপদী সংখ্যামালা। 

(f) x2y+xy2+xyz
সমাধানঃ
x2y+xy2+xyz হল ত্রিপদী সংখ্যামালা। 

(g) xy+2x2y2
সমাধানঃ
xy+2x2y2 হল দ্বিপদী সংখ্যামালা। 

4. নীচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ (Numerical co-efficient) লিখি।
(a) (2x+3y) 
উত্তরঃ
 x এর সহগ 2, y এর সহগ 3 

(b) x2+2x+5
উত্তরঃ
x2 এর সহগ 1, x এর সহগ 2
 (c) x+5xy7y
উত্তরঃ
x এর সহগ 1, xy এর সহগ 5 এবং y এর সহগ -7

(d) (-5-z)
উত্তরঃ
z এর সহগ -1

(e) x3+xy
উত্তরঃ
 x3 এর সহগ 1, x এর সহগ 1 এবং y এর সহগ -1

(f) x2+4
উত্তরঃ
x এর সহগ 12


5. নীচের বীজগাণিতিক সংখ্যামালায় x উৎপাদকযুক্ত পদের বা পদগুলির x -এর সহগ লিখি। 
(a) y3x+y2
উত্তরঃ
x উৎপাদকযুক্ত পদটি হল y3x
y3x পদটির x এর সহগ y3

(b) 15z28zx
উত্তরঃ
x উৎপাদক যুক্ত পদটি হল -8zx
-8zx পদটির x এর সহগ -8z

 (c) (-x-y+2)
উত্তরঃ
x উৎপাদক যুক্ত পদটি হল -x
-x পদটির x এর সহগ -1

 (d) 4+y+yx
উত্তরঃ
x উৎপাদক যুক্ত পদটি হল yx 
  yx পদটির x এর সহগ y

 (e) 2+x+xy2
উত্তরঃ
x উৎপাদক যুক্ত পদগুলি হল x ও xy2
  x পদটির x এর সহগ 1
  xy2 পদটির x এর সহগ y2

 (f) 15xy414
উত্তরঃ
x উৎপাদক যুক্ত পদটি হল 15xy4
  15xy4 পদটির x এর সহগ 15y4


6. নীচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। 
2x, y, 12xy, 13y2, -5x, 18y, -4xy, 2y2, 21x2y, 3x, 3xy, ও -xy, -y,6x2, -15x^2
উত্তরঃ 
সদৃশ পদগুলি হল
2x, -5x, 3x;
y, 18y, -y;
12xy, -4xy, 3xy, -xy;
13y2,2y2;
21x2y;
6x2,15x2


7. নীচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি।
(a) (2x, 3y)   
  (b) (7x, 8x)
(c) (-29x, 6x) (d) (4xy, 6yz)
(e) (-15yx, 8xy) (f) (5xy, 6x^2y^2)
উত্তরঃ
সদৃশ পদগুলি হল
(b) 7x, 8x;     (c) -29x, 6x    (e) -15yx, 8xy
অসদৃশ পদগুলি হল 
(b) 7x, 8x;     (c) -29x, 6x    (e) -15yx, 8xy


8. নীচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x2 পদ আছে সেটি লিখি এবং x2 এর সহগ লিখি।
(a) 5xy2
উত্তরঃ
5xy2  সংখ্যামালাটিতে x2 উৎপাদক যুক্ত কোনো পদ নেই। 

(b) 6x28y 
উত্তরঃ
যে পদটিতে x2 আছে সেটি হল 6x2
6x2 পদটি থেকে x^2 এর সহগ -6


(c) 3x215xy28y2
উত্তরঃ
5xy2  সংখ্যামালাটিতে x2 উৎপাদক যুক্ত কোনো পদ নেই। 


(d) 2+3x2y+4x
উত্তরঃ
যে পদটিতে x2 আছে সেটি হল 3x2y
3x2y পদটি থেকে x2 এর সহগ 3y

(e) 56x2y2+6xy
উত্তরঃ
যে পদটিতে x2 আছে সেটি হল 6x2y2
6x2y2  পদটি থেকে x2 এর সহগ 6y2






Post a Comment

0 Comments