Join our Telegram Channel

সপ্তম শ্রেণী | কষে দেখি 1.3 | 1. পূর্বপাঠের পুনরালোচনা | WBBSE Board Class 7 Math Solution

1. পূর্বপাঠের পুনরালোচনা | কষে দেখি 1.3 | Exercise 1.3 | Ganit Prabha Class VII math solution | WBBSE Class 7 Math Solution in Bengali


 কষে দেখি 1.3 সমাধান 


1.  নীচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করিঃ
(i) (+6)+(+3) = _______ 
উত্তরঃ 
(+6)+(+3)=+9


(ii) (+3)+(+6) = _______ 
উত্তরঃ 
(+3)+(+6)=+9


(iii) (+2)+(-2) = ______
উত্তরঃ 
(+2)+(-2) = 0


(iv) (-4)+(-4) = ______
উত্তরঃ 

(-4)+(-4) = -8


(v) (+3)+(-6) = _____
উত্তরঃ 
(+3)+(-6)=-3


(vi) (+3)-(-6) = ______
উত্তরঃ 
    (+3)-(-6)=(+3)+(+6) [(-6) এর বিপরীত সংখ্যা 6]
∴  (+3)+(-6)=(+3)+(+6)=+9


(vii) (+6)-(-9)=_______ 
উত্তরঃ 
    (+6)-(-9)=(+6)+(+9) [(-6) এর বিপরীত সংখ্যা 6]
(+6)-(-9)=(+6)+(+9)=+15


(viii) (-6)+(-3)= ______
উত্তরঃ
(-6)+(-3)= -9


(ix) (-6)+(-5)= ______
উত্তরঃ   
(-6)+(-5)=-11


(x) (-4)-(-4)=_______
উত্তরঃ
(-4)-(-4)=(-4)+(+4) [(-4) এর বিপরীত সংখ্যা 4]
 
(-4)-(-4)=(-4)+(+4)=0


2. সংখ্যারেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই।
উত্তরঃ
ধরি, দুটি সংখ্যা +6 ও +3
(+6)+(+3)=+9
 
(+3)+(+6)=+9

(+6)+(+3)=(+3)+(+6)=+9
সুতরাং, সংখ্যারেখায় পূর্ণসংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলে। 


3. সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি।
উত্তরঃ 
ধরি, দুটি সংখ্যা +6 ও +3
(+6)-(+3) = (+6)+(-3) [∵ +3 এর বিপরীত সংখ্যা -3] 
(+3)+(-6) = (+6)+(-3) = 3

(+3)-(+6) = (+3)+(-6) [∵ +6 এর বিপরীত সংখ্যা -6]
(+3)-(+6) = (+3)+(-6) = -3

সুতরাং, সংখ্যারেখায় পূর্ণসংখ্যা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না।



4. নিজেরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করি-
(i) (+2)+{(+3)+(+5)}={(+2)+(+3)}+(+5)
উত্তরঃ 
(+2)+{(+3)+(+5)}
 
(+2)+{(+3)+(+5)}=10

{(+2)+(+3)}+(+5) 
 
{(+2)+(+3)}+(+5)=10


(ii) (-8)+{(-2)+(+6)}={(-8)+(-2)}+(+6)
উত্তরঃ 
(-8)+{(-2)+(+6)} = (-8)+(+4) = -4 

{(-8)+(-2)}+(+6) = (-10)+(+6) = -4 

সুতরাং, (-8)+{(-2)+(+6)}={(-8)+(-2)}+(+6) [প্রমাণিত]


(iii) (+2)-{(+3)-(-5)} \(\neq\) {(+2)-(+3)}-(-5)
উত্তরঃ 
(+3)-(-5)=(+3)+(+5) [∵ -5 এর বিপরীত সংখ্যা +5]
 
(+3)-(-5)=(+3)+(+5)=+8

\(\left(+2\right)-\left\{\left(+3\right)-\left(-5\right)\right\}\)
=(+2)-(+8) 
=(+2)+(-8) [∵ +8 এর বিপরীত সংখ্যা -8]
(+2)-{(+3)-(-5)} 
        = (+2)-(+8) = (+2)+(-8) = -6


(+2)-(+3) = (+2)+(-3) [∵ +3 এর বিপরীত সংখ্যা -3] 
(+2)-(+3) = (+2)+(-3) = -1

{(+2)-(+3)}–  (- 5)
= (-1) + (+5) [∵ -5 এর বিপরীত সংখ্যা +5]
{(+2)-(+3)} – ( - 5) = (-1) + (+5) = +4

সুতরাং, (+2) – {(+3) – (-5)} ≠ {(+2) – (+3)} – (-5)


(iv) (-8)-{(-2)-(+6)} \(\neq\) {(-8)-(-2)}-(+6)
উত্তরঃ 
(-2)-(+6)=(-2)+(-6) [∵ -5 এর বিপরীত সংখ্যা +5]
(-2)-(+6) = (-2) + (-6) = -8

(-8)-{(-2)-(+6)}
= (-8) – (-8) 
= (-8)+ (+8)  [∵ -8 এর বিপরীত সংখ্যা +8]
(-8)-{(-2)-(+6)}
        =    (-8)–(-8) = (-8)+(+8) = 0

(-8) – (-2)=(-8) + (+2) [∵ -2 এর বিপরীত সংখ্যা +2 ]
(-8) – (-2) = (-8) + (+2) = - 6

{(-8)-(-2)}-(+6) = (-6)-(+6) 
  =(-6) + (-6) [∵ +6 এর বিপরীত সংখ্যা -6 ]
{(-8)-(-2)}-(+6)
        = (-6)-(+6)=(-6)+(-6) = -12
সুতরাং, (-8)-{(-2)-(+6)} ≠ {(-8)-(-2)}-(+6)

Post a Comment

0 Comments